পাউন্ডের বিনিময়ে বছরের পর বছর এক কিশোরীর আপত্তিকর ছবি নেওয়ার অভিযোগে এবার বরখাস্তই করা হলো বিবিসির সেই পুরুষ উপস্থাপককে। রোববার (৯ জুলাই) এক বৈঠকের পর ব্রিটিশ সংবাদমাধ্যমটি এ সিদ্ধান্ত নেয়। তবে সেই উপস্থাপকের পরিচয় প্রকাশ করেনি বিবিসি।
বিবিসির উপস্থাপকের বিরুদ্ধে এ অভিযোগ প্রথম সংবাদমাধ্যমে আসে শুক্রবার (৭ জুলাই)। দ্য সানের এক প্রতিবেদনে দাবি করা হয়, কিশোরীর বয়স যখন ১৭, তখন থেকেই তাকে পাউন্ড দিয়ে আপত্তিকর ছবি নিতেন সেই উপস্থাপক।
দ্য সান বলছে, টানা তিন বছর এভাবে কিশোরীর আপত্তিকর ছবি নিয়েছেন সেই উপস্থাপক। এ জন্য তিনি মোট ৩৫ হাজার পাউন্ড খরচ করেছেন।
অভিযোগের সত্যতা পাওয়ায় সেই উপস্থাপককে বরখাস্ত করেছে বিবিসি। বিবিসির বিবৃতিতে বলা হয়, বিবিসি যেকোনো অভিযোগকে গুরুত্ব সহকারে নেয়। এই ধরনের অভিযোগ তদন্তের জন্য তাদের শক্তিশালী অভ্যন্তরীণ প্রক্রিয়া রয়েছে।
এ অভিযোগের তদন্তের খাতিরে পুলিশের সঙ্গেও যোগাযোগ করেছিল বিবিসি।
সংবাদমাধ্যমটির মহাপরিচালক টিম ডেভি বলেন, এ ব্যাপারে গত মে মাসেই জানতে পারে তারা। তবে আরও বিস্তারিত জানার পর গত বৃহস্পতিবার (৬ জুলাই) কিশোরীর পরিবারের সঙ্গে দেখা করে। এ নিয়ে যুক্তরাজ্যের সংস্কৃতি মন্ত্রী লুসি ফ্র্যাজারও কথা বলেছেন তাঁর সঙ্গে।