টাঙ্গাইল বালিকা উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকালে জেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই বিদ্যালয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি কুদরত-ই-এলাহী খান।
এ সময় কুদরত-ই-এলাহী খান বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে সকল শ্রেণিপেশার মানুষ অংশ নিয়েছিলেন। এটি ছিলো একটি গণযুদ্ধ। এই যুদ্ধের মহানায়ক ছিলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির পিতার জন্য বাংলাদেশ হয়েছে। তিনি যদি আজকে দেশ উপহার না দিতেন, তাহলে আমরা কেউ আজকে এই জায়গায় থাকতে পারতাম না। তার যোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি শুধু বাংলাদেশেরই নেতা নন, তিনি বিশ্বনেতা।
তিনি আরো বলেন, শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধ বিষয়ে এবং বঙ্গবন্ধুর সঙ্গে পরিচয় করাতে বঙ্গবন্ধুর ওপর লেখা বিভিন্ন ঐতিহাসিক বই, ছবি, ঐতিহাসিক দলিল এই কর্নারে রাখা হয়েছে। সেগুলো পড়ার মাধ্যমে শিক্ষার্থীরা জাতির পিতা সম্পর্কে জানতে পারবে। মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে সঠিক ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়বে বলে আশা করি। বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষার্থীদের শৈশব থেকে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করতে হবে। শিক্ষকরা এই শিক্ষা যদি স্কুল পর্যায় থেকে দেন তাহলে সবাই সততার সঙ্গে বড় হবে।
তিনি বলেন, টাঙ্গাইল বালিকা উচ্চ বিদ্যালয় ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। সমাজে প্রতিষ্ঠিত হতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই। তিনি ছাত্রীদের পড়ালেখার প্রতি আরো মনোযোগী হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, শিক্ষকদের প্রতি আহ্বান থাকবে আপনারা প্রতি সপ্তাহে কিছু সময়ের জন্য হলেও শিক্ষার্থীদের বঙ্গবন্ধু কর্নারে নিয়ে আসবেন। তাদের বঙ্গবন্ধুর নেতৃত্ব হওয়া মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে পরিচয় করাবেন। আজকের শিক্ষার্থীরাই আগামীতে যাতে মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে দেশকে এগিয়ে নিতে পারে সেজন্য তাদের প্রস্তুত করতে এ উদ্যোগ নেয়া হয়েছে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল শিক্ষক এবং ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যরা।