সর্বজনীন পেনশনের ‘প্রত্যয় স্কিম’ বাতিলের দাবিতে সোমবার অষ্টম দিনের মতো কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা। ফলে স্থবির হয়ে পড়েছে পুরো ক্যাম্পাস।
শিক্ষক ও কর্মচারীরা বলেছেন, তাদের চলমান সর্বাত্মক আন্দোলন দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে।
সোমবার (৮ জুলাই) দেখা যায় ক্যাম্পাসের ভিন্ন-ভিন্ন জায়গায় অবস্থান নিয়েছেন শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা৷
বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কমচারীরা প্রশাসনিক ভবনের সামনে বিশ্ববিদ্যালয় কর্মকর্তা-কমচারী ঐক্য পরিষদের ব্যানারে অবস্থান কর্মসূচি করেন। এবং দুপুর ১২টায় কলা ভবনের মূল ফটকে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ব্যানারে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা৷
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুল ইসলাম, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া, ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদাসহ অন্যান্য শিক্ষকরা।
এসময় শিক্ষকরা বলেন, একটা দুষ্টুচক্র সরকারকে বিপথে পরিচালিত করার চেষ্টা করছে। এই প্রত্যয় স্কিমই এই দুষ্টুচক্রের ষড়যন্ত্রের অংশ। আমরা প্রত্যাশা করবো সরকার এই দুষ্টুচক্রের ষড়যন্ত্রে পা দিবেন না। আমরা বলবো সরকারের যারা নীতিনির্ধারণী পর্যায়ে আছেন শিক্ষকরা যে এই ন্যায্য দাবিতে আন্দোলন করছেন তাদের সঙ্গে কথা বলবেন। আমরা সব সময়ই বলি যে ডায়ালগ এবং ডিসকাশনের জায়গা সব সময়ই খোলা রয়েছে।
শিক্ষকরা আরো বলেন, আমরা আমাদের মর্যাদার জন্য লড়ছি। আপনারা যে দিন আমাদের প্রাপ্য মর্যাদাটুকু বুঝিয়ে দেবেন আমরা সে দিনই শিক্ষার্থীদের নিয়ে ক্লাসে ফিরবো।