গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অসহায় ও অস্বচ্ছল প্রবীণদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। রিসোর্স ইন্টিগ্রেশন (রিক) শাখার আয়োজনে ও পিকেএসএফের আর্থিক সহায়তায় ৫ জন প্রবীণ শারীরিক প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।
সোমবার দুপুরে উপজেলার নীলফা বাজারে রিক শাখায় এ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় অসহায় ও অস্বচ্ছল প্রবীণদের এসব হুইল চেয়ার বুঝিয়ে দেয়া হয়েছে।
সৈয়দ ওয়াহিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পিকেএসএফের প্রোগ্রাম ব্যবস্থাপক আবুল বাশার, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন রিসোর্স ইন্টিগ্রেশন রিকের ব্যবস্থাপক মানিক রায়, কুশলী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ইশতিয়াক আহমেদ হাইশরসহ স্থানীয়রা।
আলোচনা সভায় বক্তারা বলেন, রিসোর্স ইন্টিগ্রেশন (রিক)ও পিকেএসএফের এ প্রকল্প থেকে এলাকার প্রবীণদের কল্যাণে নানা কাজ করা হচ্ছে। এ কাজ বাস্তবায়নে নীতিনৈতিকতার প্রশ্নেই সবাইকে এগিয়ে আসতে হবে।
পরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়।