দৈনিক শিক্ষাডটকম, নওগাঁ : নওগাঁয় ট্রাকের চাপায় কুলসুম (৬) নামের এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে পোরশা সরাইগাছি-শিশা সড়কের চকগোপাল প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কুলছুম চকগোপাল ওই স্কুলেরই প্রথম শ্রেণির শিক্ষার্থী ও চকগোপাল গ্রামের কামাল হোসেনের মেয়ে।
এ ঘটনায় ঘাতক ট্রাক ড্রাইভার ভরত চন্দ্র রায়কে (৫৪) ও তার ট্রাকটি আটক করা হয়েছে। আটক ভরত চন্দ্র রায় জেলার পত্নীতলা থানার বাদরাম গ্রামের বাসিন্দা।
বিষয়টি দৈনিক শিক্ষা ডটকমকে নিশ্চিত করেছেন সাপাহার থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রায়হান হোসেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় ছুটি হলে সে রাস্তা পার হওয়ার সময় সরাইগাছির দিক থেকে মহাদেবপুরের দিকে যাওয়া একটি ট্রাক কুলছুমকে চাপা দেয়। এতে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে সে মারা যায়। এ সময় স্থানীয়রা ঘাতক ট্রাকসহ (ঢাকা মেট্রো ট- ১৮-৪৫৯৯) চালককে আটক করে থানায় সংবাদ দেয়। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই ট্রাক চালকসহ ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে সাপাহার থানা অফিসার ইনচার্জ (তদন্ত) রায়হান হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে দৈনিক শিক্ষা ডটকমকে বলেন, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় ট্রাকটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে এবং ওই ট্রাক চালকের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবারে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।