দৈনিক শিক্ষাডটকম, ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষা থেকে ট্রান্সজেন্ডার কোটা বাতিলের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে ট্রান্সজেন্ডার কোটা বিলুপ্তির জন্য স্লোগান দেন। পরে শিক্ষার্থীরা উপাচার্যের কাছে স্মারকলিপি দেন।
ভর্তি পরীক্ষায় ট্রান্সজেন্ডার কোটা বাতিলসহ আরও চার দফা দাবি তোলেন শিক্ষার্থীরা। দাবিগুলো হলো-দ্রুত সময়ের মধ্যে সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে ও হিজড়া জনগোষ্ঠীর শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার পরিবেশ তৈরি করতে হবে।
মানববন্ধনে আইন বিভাগের শিক্ষার্থী জাকারিয়া ইউসুফ বলেন, যারা অনগ্রসর মানুষ আছে সংবিধান অনুযায়ী তারাই কোটার সুযোগ পাবে। তথাকথিত ট্রান্সজেন্ডাররা নিজেদের বিকৃত করে সমাজ থেকে পিছিয়ে যাচ্ছে।
এটা এলজিবিটিকে প্রমোট করে। আর যাদের প্রকৃত কোটা পাওয়ার অধিকার আছে সেটিকে অস্বীকার করা হচ্ছে।