যুক্তরাষ্ট্রের অন্যতম পত্রিকা নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে মামলা করে এখন উল্টো জরিমানা গুনতে হচ্ছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। গত শুক্রবার দেশটির আদালত আদেশে বলেছেন, ওই পত্রিকা ও সাংবাদিকদের আইনি খরচ বাবদ ৪ লাখ ডলার দিতে হবে ট্রাম্পকে।
ট্রাম্পের কর ফাঁকি নিয়ে ২০১৮ খ্রিষ্টাব্দে প্রতিবেদন প্রকাশ করেছিল নিউইয়র্ক টাইমস। এতে দেখানো হয়েছিল, ট্রাম্প কর ফাঁকি দেওয়ার জন্য কী কী করেছেন। এই প্রতিবেদনের জন্য পুলিৎজার পুরস্কারও জিতেছিল পত্রিকাটি। এ প্রতিবেদন প্রকাশের জেরে ২০২১ খ্রিষ্টাব্দে ট্রাম্প মামলা করেন। তবে গত মে এই মামলা খারিজ করে দেওয়ার পর শুক্রবার আদালত জানান, নিউইয়র্ক টাইমস জানিয়েছে, তাদের এই আইনি লড়াইয়ে খরচ হয়েছে ৩ লাখ ৯২ হাজার ডলার। এই খরচের হিসাব যুক্তিসংগত।