নাটোরের লালপুর উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক সাবেক প্রধান শিক্ষকসহ তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার গোপালপুর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার কেশবপুর গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে ও ঈশ্বরদীর সাহাপুর আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মমতাজ উদ্দিন (৬৩), নারায়নপুর গ্রামের বাচ্চু শেখের ছেলে জমির উদ্দিন (৬২) ও বেনজুরের স্ত্রী সাথী বেগম (৩৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে তারা গোপালপুর রেলগেট থেকে রেললাইন দিয়ে নারায়নপুরের দিকে যচ্ছিলেন। এমন সময় তাদের সামনের দিকে থেকে একটি মালগাড়ি আসলে তারা পাশের লাইনে অবস্থান নেয়। ওই সময় পেছন দিক থেকে রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেন আসে এবং ওই ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়। নিহত তিনজনের সঙ্গে থাকা সাথী বেগমের স্বামী বেনজুর রহমান বেঁচে যান।
এলাকাবাসী জানিয়েছেন, আজিমনগর রেলস্টেশনে স্টেশন মাস্টার না থাকায় সিগনাল বাতি বন্ধ থাকে। এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা এড়াতে দ্রুত এ স্টেশনে স্টেশন মাস্টার নিয়োগের জোর দাবি জানিয়েছেন তারা। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।