দৈনিক শিক্ষাডটকম, দিনাজপুর : দিনাজপুর ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (ডিআইএসটি) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার 'জয়-পরাজয় নয়, অংশগ্রহণই বড় কথা-সুস্থ দেহ সুস্থ মন, গড়ে তুলবে ক্রীড়াঙ্গন' স্লোগানকে সামনে রেখে এ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ডিআইএসটি'র অধ্যক্ষ মো. মামুনুর ফেরদৌসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী ওয়াদুদ মন্ডল।
তিনি বলেন, একজন প্রকৃত প্রকৌশলী হতে হলে সর্বগুণের অধিকারী হতে হবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ করলে দেহ ও মন সুস্থ থাকে এবং মেধার বিকাশ ঘটে। তোমরা সর্বগুণের অধিকারী এবং বড় প্রকৌশলী হয়ে দেশ ও জাতির শুধু মুখ উজ্জ্বল করবে না, পিতা-মাতারও মুখ উজ্জ্বল করবে।
অনুষ্ঠানে ডিআইএসটি’র এডমিন অফিসার জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ডিআইএসটি’র চেয়ারম্যান মাহমুদুর রশিদ শোভন। এ ছড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিআইএসটি’র ভারপ্রাপ্ত উপাধ্যাক্ষ সাকেদুল ইসলাম।
এ ছড়াও শুভেচ্ছা বক্তব্য দেন ইলেকট্রিক্যাল বিভাগের প্রধান স্বপন চন্দ্র শীল, সিভিল বিভাগের প্রধান সামা আক্তার সুফিয়া, কম্পিউটার সাইন্স বিভাগের প্রধান শাহাদাৎ হোসেন, টেকনিক্যাল বিভাগের প্রধান মো. আসাদুর রহমান ও টেক্সটাইল বিভাগে প্রধান নাসরিন আক্তার।
এদিন সকালে চাউলিয়াপট্টিস্থ ডিআইএসটি’র ভবন থেকে প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের নিয়ে এক র্যালির আয়োজন করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বড় ময়দানস্থ ক্রীড়াঙ্গনে গিয়ে শেষ হয়।