কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানায় ডিউটিরত অবস্থায় থানার উপ-পুলিশ পরিদর্শক বিল্লাল হোসেন (৪৫) হৃদক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন। বুধবার ভোরে তার মৃত্যু হয়।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মুর্তুজা বিষয়টি নিশ্চিত করে দৈনিক শিক্ষাডটকমকে জানান, মঙ্গলবার (২৫ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে কচাকাটা থানা এলাকায় পেট্রোল ডিউটিতে যান উপ-পুলিশ পরিদর্শক বিল্লাল হোসেন। ডিউটিরত অবস্থায় কচাকাটা বাসস্ট্যান্ড এলাকায় ভোর ছয়টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
বিল্লাল হোসেন বাংলাদেশ পুলিশে ১৯৯৭ খ্রিষ্টাব্দে যোগদান করেন। তিনি কচাকাটা থানায় ২০২২ খ্রিষ্টাব্দের ১২ মে থেকে কর্মরত ছিলেন। তিনি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলাার বালিগাও গ্রামের মৃত্যু হোসেন আলীর সন্তান। মৃত্যুকালে তিনি তিন সন্তান এবং স্ত্রীকে রেখে যান।
উপ-পুলিশ পরিদর্শক বিল্লাল হোসেনের মৃত্যুতে পুলিশ বিভাগে শোকের ছায়া নেমে এসেছে।