ঝালকাঠি জেলা প্রশাসকের গাড়িতে সজোরে ধাক্কায় দেয়ার পর মোবাইল কোর্টে বেপরোয়া ট্রাক চালককে ৬ মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে তাকে ৩০ হাজার টাকার অর্থদণ্ড, অনাদায়ে আরো ১০ দিন বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (এনডিসি) অংছিং মারমা।
দণ্ডিত, ট্রাকচলক পারভেজ মোল্লা মাদারীপুর জেলার শিবচর এলাকার বাবলাতলা গ্রামের মজিবুর মোল্লার ছেলে। ঝালকাঠি শহরের একটি প্রতিষ্ঠানের মালামাল পরিবহনের কাজ করেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক (এনডিসি) অংছিং মারমা দৈনিক শিক্ষাডটকমকে জানান, শহরের পৌর মিনি পার্কের সামনের সড়কে শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে জেলা প্রশাসকের সরকারি গাড়িকে সজোরে ধাক্কা দেয় বিপরীতমুখী বেপরোয়া গতির একটি মালবাহী মাঝারি আকারের ট্রাক। ঘটনার সময় জেলা প্রশাসক ফারহা গুল নিঝুম ওই গাড়িতে ছিলেন। তিনি ওই সময় তার বাবাকে নিয়ে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্লাস্টিকের পাইপ ভর্তি ওই ট্রাকটি বেপরোয়া গতিতে যাচ্ছিলো। গতিরোধ না করেই ট্রাকটি জেলা প্রশাসকের গাড়িতে ধাক্কা দেয়। এলাকায় প্রায়ই এমন ঘটনা ঘটছে। এখানে ট্রাফিক ব্যবস্থা চালুর দাবি জানায় এলাকাবাসী।