গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) উদ্ভাবিত 'কৃষি যন্ত্রপাতির প্রদর্শনী মেলা' এবং 'কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণ' নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামের সামনের মাঠে দিনব্যাপী 'বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতির প্রদর্শন' মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন। পরে দুপুরে বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে 'কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণ' নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান দুটিতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহা. আবু তৈয়ব। বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্র কল্যাণ) অধ্যাপক ড. উৎপল কুমার দাসের সভাপতিত্বে সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) এফএমপিই বিভাগের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও এফএমডি প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. নুরুল আমিন।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, 'টেকনোলজির যুগে আমাদের বসে থাকার উপায় নেই। চতুর্থ শিল্প বিপ্লবের যুগে ও পঞ্চম শিল্প বিপ্লব আবির্ভাবের সময় আমাদেরকে ইন্টারনেট অব থিংকস, এআই প্রযুক্তি, স্মার্ট টেকনোলজিসহ বিভিন্ন আধুনিক প্রযুক্তির উদ্ভাবন ও প্রয়োগের মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। নতুন নতুন গবেষণা ও উদ্ভাবন এবং জ্ঞান বিনিময়ের মাধ্যমে বৈশ্বিক প্রেক্ষাপটে নিজেদেরকে খাপ খাইয়ে চলতে হবে।' তিনি আরও বলেন, 'বাংলাদেশ কৃষি প্রধান দেশ।
উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার বলেন, 'এই সমস্ত উদ্ভাবনী প্রযুক্তির দ্বার উন্মোচনে বারি এবং ডুয়েটের যৌথ উদ্যোগ অত্যন্ত কার্যকরী হতে পারে। বারির গবেষণা অভিজ্ঞতা এবং ডুয়েটের প্রযুক্তিগত দক্ষতার সমন্বয় আমাদের কৃষি খাতকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।
রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহা, আবু তৈয়ব বলেন, কৃষি প্রধান এই দেশে স্থানীয়ভাবে কৃষি যন্ত্রপাতির উদ্ভাবন জরুরি। কৃষিক্ষেত্রে প্রযুক্তিগত সমস্যা আমাদের প্রকৌশলীরা সমাধান করতে পারলে আমরা এগিয়ে যেতে পারবো।
অনুষ্ঠানে কৃষি বিষয়ক সমস্যা সমাধান, কৃষি সম্পদের সুষ্ঠু ব্যবহার, লাগসই প্রযুক্তি উদ্ভাবন এবং আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার বিষয়ক পোস্টার প্রেজেন্টেশনের ওপর পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানগুলোতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, পরিচালক, অফিস প্রধান, প্রভোস্ট ও সহকারী প্রভোস্ট এবং বারির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।