চলতি বছরের এইচএসসি পরীক্ষায় ঐতিহ্যবাহী ঢাকা কলেজে ১ হাজার ৮১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। কলেজের মোট ১ হাজার ১৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১ হাজার ১৫১ জন। পাসের হার ৯৯ দশমিক ৮৩ শতাংশ। ফেল করেছেন কলেজের দুইজন পরীক্ষার্থী, তাদের একজন পরীক্ষা দেননি।
বুধবার ঢাকা কলেজে অধ্যক্ষ মোহাম্মদ ইউসুফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন : এইচএসসির ফল পুনঃনিরীক্ষার আবেদন যেভাবে
জানা গেছে, কলেজে বিজ্ঞান বিভাগ থেকে ৮৬৫ জন, মানবিক বিভাগ থেকে ১০৫জন, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১১১ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। ফেল করা দুইজন শিক্ষার্থীও বিজ্ঞান বিভাগের।
আরও পড়ুন : দৈনিক শিক্ষাডটকম-এর যুগপূর্তির ম্যাগাজিনে লেখা আহ্বান
আর এ বা জিপিএ-৪ রা তার বেশি পেয়েছেন বিজ্ঞান বিভাগের ৯ জন, ব্যবসায় শিক্ষার ২৮ জন ও মানবিকের ২৮ জন। আর এ মাইনাস বা জিপিএ-৩ দশমিক ৫ পেয়েছেন মানবিক বিভাগের ১ জন পরীক্ষার।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষা ডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।