সরকারি চাকরিতে প্রবেশে ৫৬ শতাংশ কোটা বাতিলের দাবিতে চলমান ছাত্র আন্দোলনের অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। ২০১৮ খ্রিষ্টাব্দে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পরিপত্র পুনর্বহালের দাবিতে সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে চলছে আন্দোলন।
শনিবার (৬ জুলাই) দুপুরে ঢাকা কলেজের সামনে কিছু সময় অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। সাইন্সল্যাব মোড় হয়ে বিক্ষোভ মিছিল আজিমপুর চৌরাস্তা হয়ে আবার ঢাকা কলেজে গিয়ে শেষ হয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা কলেজ ব্যানারে মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে চার দফা দাবির কথা পুনরায় জানান ছাত্ররা। তারা বলেন, মুক্তিযোদ্ধা কোটা, মুক্তিযোদ্ধাদের সন্তানদের পর্যন্ত মানা যায়। কিন্তু নাতি-নাতনিদের পর্যন্ত মানা যায় না। দুই শতাংশ লোকের জন্য ৫৬ শতাংশ কোটা কীভাবে যৌক্তিক হয়? এমন প্রশ্ন শিক্ষার্থীদের।