ঢাকা বিভাগের বিভিন্ন মাদরাসার শিক্ষকদের নিয়ে আয়োজিত সম্মেলন স্থগিত ঘোষণা করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। 'মাদরাসা শিক্ষার উন্নয়নে বর্তমান সরকারের ভূমিকা ও শিক্ষকদের প্রত্যাশা' শীর্ষক এ সম্মেলন আগামীকাল বৃহস্পতিবার সকালে নরসিংদীর মনোহরদী উপজেলার লাখপুর কে ইউ কামিল মাদরাসায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।
তবে, বুধবার তা স্থগিত ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করেছে অধিদপ্তর। কি কারণে এ সম্মেলন স্থগিত করা হয়েছে সে বিষয়ে সুস্পষ্ট কিছু জানানো হয়নি।
অধিদপ্তরের প্রশাসন শাখার উপপরিচালক জাকির হোসাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিভাগীয় মাদরাসা শিক্ষক সম্মেলনের তারিখ ও সময় পরে জানানো হবে।
জানা গেছে, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন ও শিক্ষা উপমন্ত্রী হাসান চৌধুরী নওফেলের এ সম্মেলনে অংশ নেয়ার কথা ছিলো।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।