ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রলীগ নেতাসহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
শুক্রবার ভোরে সদর উপজেলার তালশহপ পূর্ব ইউনিয়ন থেকে ঢাবি ছাত্রলীগ নেতা জাহিদুল হক শুভকে (২৫) গ্রেফতার করা হয়। তিনি ওই ইউনিটের ক্রীড়া বিষয়ক সম্পাদক।
আশুগঞ্জ উপজেলার লামা বাইক এলাকার বাসিন্দা শুভর বিরুদ্ধে ঢাকার শাহবাগ থানা ও ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় আলদা দুটি বিস্ফোরক মামলা রয়েছে।
এদিকে, ব্রাহ্মণবাড়িয়ায় আলাদা মামলায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যানসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।
একই দিন ভোরে জেলার বিজয়নগর থানা ও সদর মডেল থানা যৌথভাবে শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
তারা হলেন- বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আদেল মোহাম্মদ জাহাঙ্গীর (৫৬), সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না (৫৫), ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাহিদ সরকার (৪২)।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন বলেন, গোপন খবরে পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়েছে। দুপুরের দিকে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।