ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ছাত্রসংগঠনের সঙ্গে প্রশাসনের সংলাপ - দৈনিকশিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ছাত্রসংগঠনের সঙ্গে প্রশাসনের সংলাপ

দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক |

ক্রিয়াশীল বিভিন্ন ছাত্রসংগঠনের সঙ্গে দ্বিতীয় দফায় সংলাপের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার সন্ধ্যায় উপাচার্যের সভাকক্ষে এ সংলাপ হয়। এ সময় ছাত্রসংগঠনের নেতারা বিভিন্ন দাবিদাওয়া ও প্রস্তাব তুলে ধরেন।

এ সংলাপে ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, ছাত্রশিবির, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বিপ্লবী ছাত্র মৈত্রী, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, ইসলামী ছাত্র আন্দোলন, ছাত্র অধিকার পরিষদ, স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদ, পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদ, ছাত্র ফেডারেশন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টসহ (মার্ক্সবাদী) বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এর আগে গত ২১ সেপ্টেম্বর ক্যাম্পাসের ১০টি ছাত্রসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ছাত্রসংগঠনের নেতারা যা বললেন

সংলাপের বিষয়ে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন  বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিবেশ নিয়ে কথা বলেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করা, আওয়ামী সিন্ডিকেট ভেঙে দেওয়া, হলের খাবারের মান উন্নত করার বিষয়ে আমরা দাবি জানিয়েছি। পাশাপাশি ডাকসু নির্বাচন যেন দ্রুত সময়ের মধ্যে আয়োজন করা হয়, আমরা সেই দাবি জানিয়েছি। তাঁরাও এসব বিষয়ে আমাদের আশ্বস্ত করেছেন।’

ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসু সংলাপ প্রসঙ্গে বলেন, ‘আমরা ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে শিক্ষার পরিবেশ নিশ্চিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ধরনের ভূমিকা নেবে,০ সেই বিষয়ে জানতে চাই। ডাকসুর গঠনতান্ত্রিক সংস্কার ও ভাস্কর্যনীতি তৈরির প্রস্তাব দিই।’

ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবু সাদিক কায়েম বলেন, ‘আমরা বলেছি, ছাত্ররাজনীতি সংস্কার নিয়ে একটা অ্যাগ্রিমেন্ট হতে পারে। এটি হবে শিক্ষার্থীবান্ধব ছাত্ররাজনীতির অ্যাগ্রিমেন্ট। প্রশাসন এখানে মিডিয়েটর হিসেবে ভূমিকা রাখতে পারে। গণ–অভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে যেন সংগ্রহশালা করা হয়, শহীদ ও আহতদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে যেন সম্মাননা দেওয়া হয়, ছাত্রীদের জন্য যেন নতুন হল করা হয়—এসব বিষয়ে আমরা প্রস্তাব দিয়েছি।’

বিপ্লবী ছাত্র মৈত্রীর বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নূজিয়া হাসিন বলেন, ‘নারীদের জন্য যৌন নিপীড়ন সেল গঠন করা। গঠনতান্ত্রিক সংস্কার করে দ্রুত ডাকসু নির্বাচন দেওয়া। ক্যাম্পাসে সার্বিক নিরাপত্তা ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করা, মব কালচার বন্ধে ব্যবস্থা নেওয়াসহ বিভিন্ন বিষয়ে প্রশাসনের কাছে আমাদের সংগঠনের পক্ষ থেকে দাবিগুলো পেশ করেছি।’

দ্রুত ছাত্র সংসদ নির্বাচন চায় ছাত্রসংগঠনের নেতারা

সংলাপে অংশ নেওয়া প্রায় সব ছাত্রসংগঠনের নেতারা দ্রুত সময়ের মধ্যে ছাত্র সংসদ কার্যকর করার দাবি জানিয়েছেন। তাঁরা ডাকসুর গঠনতান্ত্রিক পরিবর্তনও চান।

এ বিষয়ে জানতে চাইলে মেঘমল্লার বসু  বলেন, ‘আমরা প্রশাসনকে বলেছি, ডাকসু নির্বাচনের আগে এর গণতান্ত্রিক সংস্কার আগে প্রয়োজন। আমাদের এখনকার ডাকসুর গঠনতন্ত্র অনুযায়ী উপাচার্যকে সভাপতি করা হয়। তাঁর কাছেই থাকে সব ক্ষমতা। আমরা একটা গণতান্ত্রিক ডাকসু চাই।’

অপর দিকে আবু সাদিক কায়েম  বলেন, ‘ডাকসুর গঠনতন্ত্র সংস্কার করে দ্রুত সময়ের মধ্যে যেন নির্বাচন দেওয়া হয় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে, আমরা সেই দাবি জানিয়েছি।’

বিশ্ববিদ্যালয় প্রশাসন যা বলেছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমদ খান সংলাপে সভাপতিত্ব করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য (প্রশাসন) সায়মা হক বিদিশা, সহ–উপাচার্য (শিক্ষা) মামুন আহমেদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ও প্রক্টর সহযোগী সাইফুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।

আলোচনার বিষয়ে জানতে চাইলে সায়মা হক বিদিশা আজ  বলেন, ‘আমরা বলেছিলাম, অংশীজনদের সঙ্গে কিছুদিন পরপর বসব। তারই ধারাবাহিকতায় আমরা ছাত্রসংগঠনগুলোর সঙ্গে বসেছিলাম। এখানে মূলত প্রশাসনে আসার পর আমরা কী কী করেছি এবং তাদের কী কী চাওয়া বা দাবিদাওয়া আছে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে সিন্ডিকেট, ছাত্ররাজনীতি, ছাত্র সংসদ নির্বাচন, হলের পরিবেশ, হলের খাবারের মান, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা—এসব বিষয় নিয়ে তাঁরা আমাদের কাছে জানতে চেয়েছেন।’

ইএফটিতে বেতন দিতে এমপিও আবেদনের সময় এগোলো - dainik shiksha ইএফটিতে বেতন দিতে এমপিও আবেদনের সময় এগোলো জবিতে ভর্তির প্রাথমিক আবেদন শুরু ১ ডিসেম্বর - dainik shiksha জবিতে ভর্তির প্রাথমিক আবেদন শুরু ১ ডিসেম্বর সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি: দশ দিনে আবেদন প্রায় ৬ লাখ - dainik shiksha সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি: দশ দিনে আবেদন প্রায় ৬ লাখ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৮ সদস্যের কমিটি ঘোষণা - dainik shiksha বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৮ সদস্যের কমিটি ঘোষণা কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে ধারণা বাড়াতেই পাঠ্যক্রমে তথ্য অধিকার আইন বিষয় যুক্ত: এনসিটিবি চেয়ারম্যান - dainik shiksha ধারণা বাড়াতেই পাঠ্যক্রমে তথ্য অধিকার আইন বিষয় যুক্ত: এনসিটিবি চেয়ারম্যান কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক শিক্ষক নিবন্ধন ভাইভা: ২১তম দিনে যেসব প্রশ্নের মুখোমুখি - dainik shiksha শিক্ষক নিবন্ধন ভাইভা: ২১তম দিনে যেসব প্রশ্নের মুখোমুখি সরকারি কলেজ প্রদর্শকদের পদোন্নতির খসড়া প্রকাশ - dainik shiksha সরকারি কলেজ প্রদর্শকদের পদোন্নতির খসড়া প্রকাশ সুইডেনে স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ - dainik shiksha সুইডেনে স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ পঞ্চমে ফিরছে বৃত্তি পরীক্ষা, বার্ষিকে ৪ স্তরে মূল্যায়ন - dainik shiksha পঞ্চমে ফিরছে বৃত্তি পরীক্ষা, বার্ষিকে ৪ স্তরে মূল্যায়ন দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0046670436859131