কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাধারণ শিক্ষার্থীরা। প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটাসহ ৫৬ শতাংশ কোটা পুনর্বহালের আদেশের বিরুদ্ধে আন্দোলনে করছেন তারা।
শনিবার (৬ জুলাই) সকালে দ্বিতীয় বারের মতো ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেন তারা। ছোট ছোট মিছিল নিয়ে প্যারিস রোডে সমবেত হতে দেখা যায় তাদের। সেখান থেকে বিক্ষোভ মিছিল করে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে যান শিক্ষার্থীরা।
সেখানে ‘নারী যেখানে অগ্রসর, কোটা সেখানে হাস্যকর’ ‘মুক্তিযুদ্ধের মূলকথা, সুযোগের সমতা’ ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’ , ‘আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’ , ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’ , ‘কোটা না মেধা, মেধা মেধা’ , ‘মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’ স্লোগান দিতে দেখা যায়।
এ সময় তারা চার দাবি আদায় নিয়েও কথা বলেন। দাবিগুলো হলো-২০১৮ খ্রিষ্টাব্দের পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে সরকারি চাকরিতে কোটাপদ্ধতি সংস্কার করতে হবে; কোটায় প্রার্থী না পাওয়া গেলে মেধাকোটায় শূন্যপদ পূরণ করতে হবে; ব্যক্তি তার জীবদ্দশায় সব ধরনের সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষায় একবার কোটা ব্যবহার করতে পারবে।
উল্লেখ্য, পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে, প্রতি জনশুমারির সঙ্গে অর্থনৈতিক সমীক্ষার মাধ্যমে বিদ্যমান কোটার পুনর্মূল্যায়ন নিশ্চিত করতে হবে, দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এ সময় আন্দোলনের প্রধান সংগঠক আমানুল্লাহ আমান বলেন, সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে এক হয়ে আমাদের আন্দোলন ধারাবাহিকভাবে চলবে। সামনে আমরা আরো কর্মসূচি পালন করবো। পরবর্তী নির্দেশনা জানিয়ে দেয়া হবে।