ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে বুধবার বিশ্ব পরিবেশ দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। কলেজের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের অংশগ্রহণে দুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এক বিশাল র্যালি অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা র্যালিতে পরিবেশ দিবসের বিভিন্ন স্লোগান সংবলিত ব্যানার, পোস্টার ও ফেস্টুন বহন করেন। র্যালি শেষে কলেজ ক্যাম্পাসে নানান বৃক্ষের চারা রোপণ করা হয়।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কলেজে চিত্রাংকন, রচনা, বিতর্ক ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ, এনডিসি, পিএসসি।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে প্রকৃতির ঐকতানে টেকসই জীবন গড়তে অধিকহারে বৃক্ষরোপণ, পরিবেশগত সমস্যা সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা বাড়াতে ও পৃথিবীকে রক্ষা করার জন্য ইতিবাচক পরিবেশগত পদক্ষেপ নিতে সকলকে আহ্বান জানান এবং ভবিষ্যৎ প্রজন্মের সুস্থ ও সুন্দর আগামী নিশ্চিত করার জন্য পরিবেশ রক্ষার উপর গুরুত্বারোপ করেন।
এদিকে আগামী ৯ জুন বিশ্ব পরিবেশ দিবস-২০২৪ এর বিশেষ আয়োজনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব জনাব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী উপস্থিত থাকবেন।