প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়কে (ঢাবি) স্পেশাল স্ট্যাটাস (বিশেষ মর্যাদা) দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিবাচক ‘ইঙ্গিত’ দিয়েছেন। ঢাবিকে স্পেশাল স্ট্যাটাস (বিশেষ মর্যাদা) মৌখিক আবেদন করেছিলো ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিখিত আবেদন দিতে বলেছেন।
গত সোমবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া ও সাধারণ সম্পাদক অধ্যাপক জিনাত হুদা সজল সাক্ষাৎ করতে গেলে বিশেষ মর্যাদা দেয়া মৌখিক আবেদন করেন। এসময় বিশ্ববিদ্যালকে বিশেষ মর্যাদা দেয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আহ্বান জানান তারা।
সমিতির সভাপতি অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া দৈনিক শিক্ষাডটকমকে বলেন, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি স্পেশাল স্ট্যাটাস (বিশেষ মর্যাদা) সম্পন্ন বিশ্ববিদ্যালয়ের মর্যাদা দেয়ার জন্য আবেদন করেছি। এ ব্যাপারে তিনি আমাদের পজেটিভ সাইন দিয়েছেন। তিনি আমাদের কথা শুনে একটি লিখিত আবেদনপত্র দিতে বলেছেন যেখানে স্পেশাল স্ট্যাটাস থাকলে কি কি সুযোগ-সুবিধা থাকবে সেগুলো উল্লেখ করতে বলেছেন।
তিনি আরো বলেন, বিশেষ মর্যাদা সম্পন্ন বিশ্ববিদ্যালয় পৃথিবীর জাপান, অস্ট্রেলিয়া এবং আমাদের পার্শ্ববর্তী দেশ শ্রীলংকাতেও আছে। স্পেশাল স্ট্যাটাস দিলে বিশ্ববিদ্যালয়ের গবেষণা থেকে শুরু করে স্পেশাল এডুকেশন বৃদ্ধি পাবে।