বিশেষ সমাবর্তনের স্পন্সর হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে (ঢাবি) ১ কোটি ২৫ লাখ টাকা দিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের কাছে স্পন্সরের চেক হস্তান্তর করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর (চলতি দায়িত্ব) মুহাম্মদ কায়সার আলী ও ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. আকিজ উদ্দীন।
এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মমতাজ উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রবীর কুমার সরকার ও হিসাব পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম এবং ব্যাংকের ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, আগামী ২৬ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ডক্টর অব ল (মরণোত্তর) ডিগ্রি দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তন অনুষ্ঠিত হবে। এতে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. সাহাবুদ্দিন ওই সমাবর্তনে সভাপতিত্ব করবেন।