দৈনিক শিক্ষাডটকম, ঢাবি : সারা দেশে চলমান তীব্র তাপপ্রবাহের কারণে গত ২১ এপ্রিল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) চলছে অনলাইন ক্লাস। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাস চলবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার এ সপ্তাহের শেষ কর্মদিবসে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত না হওয়ায় তা আগামী সপ্তাহেও চলমান থাকবে।
এদিন সন্ধায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার বলেন, গতকাল কোনো সিদ্ধান্ত না হওয়ায় পূর্বের সিদ্ধান্তের আলোকে আগামী রবিবার থেকেও অনলাইন ক্লাসসমূহ চলমান থাকবে। পরিস্থিতি বিবেচনায় নিয়ে রোববার উপাচার্যের সঙ্গে এ বিষয়ে আলোচনা করা হবে।
তারপর যদি সিদ্ধান্ত পরিবর্তন হয় তাহলে সেটি আমরা নোটিশ দিয়ে জানিয়ে দেবো। অন্যথায় অনলাইন ক্লাসই চলবে। সশরীরে ক্লাস চালু হলেও শিক্ষার্থীদের বাড়ি থেকে আসার সুবিধার্থে আমরা দু-একদিন সময় দেবো, যোগ করেন তিনি।
অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের আরেকটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে তাপমাত্রার যে পরিস্থিতি তাতে আগামী সপ্তাহ পুরোটাই অনলাইন ক্লাস চলমান থাকার সম্ভাবনাই বেশি।
এর আগে গত রোববার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে অনলাইন ক্লাসের সিদ্ধান্তের কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর। বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশের ওপর দিয়ে প্রবাহমান তীব্র তাপপ্রবাহের কারণে স্বাস্থ্যঝুঁকি এড়াতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাস অনুষ্ঠিত হবে।