ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস উদযাপন করা হয়েছে। ১৯৭১ খ্রিষ্টাব্দে ২ মার্চ তৎকালীন ডাকসুর ভিপি আ স ম আব্দুর রব ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলাভবনের পাশে ঐতিহাসিক বটতলা প্রাঙ্গণে বাংলাদেশের ইতিহাসে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন। বৃহস্পতিবার (২মার্চ) একই স্থানে পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এ সময় বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ ও নৃত্যকলা বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় সংগীত পরিবেশিত হয়।
উপাচার্য মো. আখতারুজ্জামান বলেন, বঙ্গবন্ধুর নির্দেশে তৎকালীন ছাত্রনেতারা ১৯৭১ খ্রিষ্টাব্দের ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন সংলগ্ন বটতলায় বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা উত্তোলন করেন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ধারাবাহিকতায় এই বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করেই মহান মুক্তিযুদ্ধসহ সব আন্দোলন-সংগ্রামের পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা হয়। একটি জাতিরাষ্ট্র বিনির্মাণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই গৌরবগাঁথা অবদান বিশ্বে অন্যান্য বিশ্বিবিদ্যালয়ের জন্য এক বিরল দৃষ্টান্ত।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদা। স্বাগত বক্তব্য দেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির। ধন্যবাদ জ্ঞাপন করেন রেজিস্টার প্রবীর কুমার সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগীত বিভাগের শিক্ষক আজিজুর রহমান।
আলোচনা পর্ব শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগ এবং নৃত্যকলা বিভাগের শিক্ষার্থীরা দেশের গান ও নৃত্য পরিবেশন করেন।
১৯৭০ খ্রিষ্টাব্দের ৬ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হলের (তৎকালীন ইকবাল হল) ১১৬ (বর্তমান ১১৭-১১৮) নম্বর কক্ষে আ স ম আবদুর রব, শাহজাহান সিরাজ, কাজী আরেফ আহমেদ, মার্শাল মনিরুল ইসলাম পতাকার পরিকল্পনা নিয়ে বৈঠকে বসেন। বৈঠকে কাজী আরেফের প্রাথমিক প্রস্তাবনার উপর ভিত্তি করে সবার আলোচনা শেষে সবুজ জমিনের উপর লাল সুর্যের মাঝে হলুদ রঙে বাংলার মানচিত্র খচিত পতাকা তৈরির সিদ্ধান্ত গৃহীত হয়। সবার সম্মিলিত প্রচেষ্টায় মানচিত্র বানানো হয় এবং শেষে ছাত্রনেতা শিবনারায়ণ দাশ নিপুণ হাতে করে মানচিত্রটি লাল বৃত্তের মাঝে আঁকেন। ‘৭১-এর ২ মার্চ পতাকা উত্তোলন করা হয়।
এরপর ২৩ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার বাসভবনে স্বাধীনতা ঘোষণার প্রাক্কালে পতাকা উত্তোলন করেছিলেন। ১৯৭২ খ্রিষ্টাব্দে শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় পতাকা থেকে মানচিত্র বাদ দিয়ে শিল্পী কামরুল হাসান জাতীয় পতাকার রূপ দেন। এটিই বর্তমান বাংলাদেশের জাতীয় পতাকা।