ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামেও খেলোয়াড় কোটায় ভর্তি নেয়া হবে। নির্দিষ্ট শর্ত পূরণ করা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের এ কোটায় ভর্তি নেবে বিশ্ববিদ্যালয়টি।
আবেদনের সময় কিছু নিয়মও মানতে হবে বলে বিশ্ববিদ্যালয়ের ভর্তি নির্দেশনায় জানানো হয়েছে। প্রায় ১৯ বছর পর ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে এ কোটা ফের চালু করা হয়। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভর্তি নির্দেশিকা প্রকাশ করা হয়।
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) হতে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা খেলোয়াড় কোটায় আবেদন করতে পারবেন। জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের ভর্তি বিজ্ঞপ্তি পৃথকভাবে পত্রিকায় প্রকাশ করা হবে।
গত ১ ডিসেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। অনলাইনে ভর্তি ফরম পূরণের সময়ে কোটার নির্দিষ্ট ঘরে আবেদনকারী ক্লিক না করলে পরবর্তীতে কোনো অবস্থাতেই কোটার জন্য বিবেচিত হবেন না।
এতে বলা হয়, ভর্তি পরীক্ষা আগামী ২৮ ফেব্রুয়ারি (শুক্রবার) অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় অপরাহ্ন ৩:০০টা থেকে ৪:৩০ মিনিট পর্যন্ত।
ভর্তি নির্দেশনা দেখতে ক্লিক করুন
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।