ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সমাজতত্ত্বের নানা দিক নিয়ে ‘সমাজতত্ত্বে তর্ক-বিতর্ক’ শীর্ষক এক বক্তৃতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের নাজমুল করিম স্টাডি সেন্টারের উদ্যোগে অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে ওই বক্তৃতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সাবলীল ও তথ্যসমৃদ্ধ প্রবন্ধ উপস্থাপন করায় অধ্যাপক ড. মনিরুল ইসলাম খানকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই ধরনের বক্তৃতা সমাজবিজ্ঞানী, শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের চিন্তার খোরাক জোগাবে।
ঢাবি উপাচার্য বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমৃদ্ধ, উন্নত, মানবিক, অন্তর্ভুক্তিমূলক, বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর সমাজ বিনির্মাণের স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে চলেছেন। প্রধানমন্ত্রীর এ প্রয়াসকে আরো এগিয়ে নিতে সমাজবিজ্ঞানী, শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের সমন্বিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মনিরুল ইসলাম খান এবং আলোচনায় অংশ নেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আবদুল গনি। নাজমুল করিম স্টাডি সেন্টারের পরিচালক অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান এবং সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. সাদেকা হালিম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।