ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) গার্হস্থ্য অর্থনীতি ইউনিট ও ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের অন্তর্গত ‘প্রযুক্তি ইউনিটের’ ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের দ্বিগুণের বেশি মোট আবেদন পড়েছে প্রযুক্তি ইউনিটে। তবে পেমেন্ট জটিলতা ও প্রবেশপত্র সংগ্রহ পূর্ববর্তী এই সংখ্যা কিছুটা বাড়তে পারে।
জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত গার্হস্থ্য অর্থনীতি ইউনিটে মোট আবেদন জমা পড়েছে ৬ হাজার ৬৬৯টি এবং ঢাবি অধিভুক্ত ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের অন্তর্গত প্রযুক্তি ইউনিটে আবেদন জমা পড়েছে ১৪ হাজার ১৩৩টি।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান বিষয়টি দৈনিক শিক্ষাডটকমকে নিশ্চিত করেছেন।
অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান বলেন, সাধারণত ৭ দিনের মধ্যে আবেদনকারীর সংখ্যাটি কিছুটা পরিবর্তন হয়ে থাকে এবং ২য় দফায় প্রবেশপত্র দেয়ার সময়েও এই সংখ্যা কিছুটা পরিবর্তন হতে পারে।
এদিকে আগামী ৫ মে পর্যন্ত আবেদনে তথ্য ও ছবি সংশোধনের (বিশেষ ক্ষেত্রে) সুযোগ রয়েছে। জানা গেছে, গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১০ জুন সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। অন্যদিকে প্রযুক্তি ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১৬ জুন বিকেল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
চলতি শিক্ষাবর্ষে গার্হস্থ্য অর্থনীতি ইউনিটে একটি সরকারি কলেজ ও বাকি পাঁচটি বেসরকারি কলেজ মিলে মোট ২ হাজার ৬৫৫টি আসন রয়েছে। ঢাবি অধিভুক্ত গার্হস্থ্য অর্থনীতি বিষয়ক কলেজগুলো হলো, গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স, বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজ, বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজ, ন্যাশনাল কলেজ অব হোম ইকনমিক্স কলেজ, ময়মনসিংহ গার্হস্থ্য অর্থনীতি কলেজ, আকিজ কলেজ অব হোম ইকনমিক্স এবং বরিশাল হোম ইকনমিক্স কলেজ।
অন্যদিকে প্রযুক্তি ইউনিটে সর্বমোট আসন ১ হাজার ৫৫৫ টি। প্রযুক্তি ইউনিট অধিভুক্ত কলেজগুলোর ভেতরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রযুক্তি ইউনিটের অধীনে ৬টি কলেজ রয়েছে। এর মধ্যে ৪টি ইঞ্জিনিয়ারিং কলেজ, ১টি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এবং ১টি টেক্সটাইল ইনস্টিটিউট। ৪টি ইঞ্জিনিয়ারিং কলেজের মধ্যে ৩টি সরকারি কলেজ এবং ১টি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ এবং টেক্সটাইল রিলেটেড ২টি বেসরকারি কলেজ।
প্রসঙ্গত, এর আগে ২ এপ্রিল বেলা চারটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) গার্হস্থ্য অর্থনীতি ইউনিট ও ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের অন্তর্গত ‘প্রযুক্তি ইউনিটের’ ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের আবেদন শুরু হয়। যা চলে গত রোববার (৩০ এপ্রিল) রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত। ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও তথ্য ওয়েবসাইটে (https://collegeadmission.eis.du.ac.bd) দেয়া সংশ্লিষ্ট ইউনিটের ভর্তি নির্দেশিকায় রয়েছে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।