ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের চারুকলা ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম ভর্তি পরীক্ষার ফল প্রস্তুত। আগামী ২৮ মে বা এরপর ফল প্রকাশ করা হবে।
শুক্রবার দুপুরে চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক ও চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন দৈনিক শিক্ষডটকমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, চারুকলা ইউনিটের ভর্তির ফল প্রস্তত রয়েছে। পরিকল্পনা ছিলো ২০ মের মধ্যে ফল প্রকাশ করার। কিন্তু অন্যান্য ইউনিটগুলোতে লিখিত পরীক্ষার খাতা থাকার কারণে চারুকলা ইউনিটে ফল প্রকাশেও বিলম্ব হওয়ার সম্ভবনা রয়েছে। সেজন্য ডিনদের সঙ্গে আলোচনা করে ২৮ মের পর ফল প্রকাশের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে, ফল ২৮ মে প্রকাশ হওয়ার সম্ভবনা অনেক বেশি রয়েছে।
এর আগে গত ২৯ এপ্রিল সকাল ১১টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হয় চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা। চলতি শিক্ষাবর্ষে এ ইউনিটে মোট ১৩০টি আসনের বিপরীতে প্রায় ৭ হাজার ৯৭টি আবেদন পড়েছিলো।