ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর মানিকের সমর্থকদের মারধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অমর একুশে হলের চার শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় জড়িতদের বিচার দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সন্ধ্যার দিকে অমর একুশে হল সংলগ্ন চাঁনখারপুল এলাকায় ওই মারধরের ঘটনা ঘটলে ঘণ্টাব্যাপী হানিফ ফ্লাইওভার সড়ক (বার্ন ইনস্টিটিউটের পাশে) অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্রলীগের আশ্বাসে অবরোধ তুলে নেন তারা। জানা গেছে, এ ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় মামলা দায়ের করেছে অমর একুশে হল প্রশাসন।
প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী দৈনিক শিক্ষাডটকমকে জানান, হলের সামনে সবসময় যানজট লেগে থাকে। বৃহস্পতিবার সন্ধ্যার আগে আমাদের কিছু সিনিয়র ভাই সেখানে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর মানিকের সমর্থকরা ১০ থেকে ১৫টি মোটরসাইকেল নিয়ে উল্টা পথে আসেন। আমাদের এক সিনিয়র ভাই, তাদের কাছে উল্টা পথে আসার কারণ জানতে চাইলে মারধর শুরু করে। মারতে মারতে তাদেরকে হানিফ ফ্লাইওভারের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে এখনো রক্ত পড়ে আছে।
শিক্ষার্থীরা জানান, এতে চার শিক্ষার্থী আহত হন। এ সময় তাদের বাঁচাতে হলের স্টাফরা এগিয়ে আসলে তাদেরও মারধরা করে কাউন্সিলরের সমর্থকরা। ঘটনার সময় ঢাকা দক্ষিণ সিটির ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর মানিক সেখানে উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান বলেন, আমি হল প্রশাসন ও শিক্ষার্থীদের বসেছি। বিষয়টি বোঝার চেষ্টা করছি, পরে বিষয়টি খোলসা করে সবাইকে জানাচ্ছি।