অ্যালামনাইদের সহযোগিতায় প্রথম ও দ্বিতীয় বর্ষের স্নাতক (সম্মান) শিক্ষার্থীদের পর্যায়ক্রমে বৃত্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। এ লক্ষ্যে ইতোমধ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ্য ইউকে ট্রাস্ট ফান্ডের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ঢাবির কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ্য ইউকের সভাপতি মারুফ আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক মেসবাহ উদ্দিন ইকোসহ অন্যরা। রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার অনুষ্ঠান সঞ্চালন করেন। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের ২৫ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়।