ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রযুক্তি ইউনিটে বেশকিছু শূন্য আসন রয়েছে। এসব আসনের জন্য বিশেষ মাইগ্রেশন ও নতুনভাবে বিষয় মনোনয়নের সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা। আগামী ২৯ অক্টোবর পর্যন্ত মাইগ্রেশনের আবেদন করা যাবে।
রোববার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রযুক্তি ইউনিট-এ ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্যে খালি আসনে বিশেষ মাইগ্রেশন এবং নতুনভাবে প্রার্থীদের বিষয় মনোনয়ন দেয়া হবে। ইতোমধ্যে ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্যে যেসব শিক্ষার্থী এই বিশেষ মাইগ্রেশন করতে ইচ্ছুক তাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। বিশেষ মাইগ্রেশন করার জন্য শিক্ষার্থীদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংশ্লিষ্ট ওয়েব সাইটে লগইন করে (https://collegeadmission.eis.du.ac.bd) বিশেষ মাইগ্রেশন করতে ইচ্ছুক মেন্যুতে ক্লিক করে সব নিয়ম-কানুন অনুসরণ করে ২৯ অক্টোবরের মধ্যে অত্যন্ত সতর্কতার সাথে আবেদন করতে হবে। ২৯ অক্টোবরের পর বিশেষ মাইগ্রেশন ও নতুনভাবে বিষয় বরাদ্দ প্রকাশ করা হবে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।।