শিক্ষার্থী ভর্তি না হাওয়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ফাঁকা আসনে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সাক্ষাৎকার আগামী শুক্রবার (৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে।
বিজ্ঞান ইউনিট ভর্তি পরীক্ষার কো-অর্ডিনেটর ও ঢাবির আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটের অন্তর্ভুক্ত বিভাগ ও ইনস্টিটিউটে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তিচ্ছু প্রার্থীদের শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বেলা ১২ টা পর্যন্ত মেধাক্রম ৫ হাজার ১ থেকে ৫ হাজার ৭৫০ পর্যন্ত সাক্ষাৎকারের জন্য আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদ (উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্র CARS ভবনের নিচ তলায়) নির্ধারিত সময়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।
সাক্ষাৎকারে প্রার্থীদের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এসএসসি এবং এইচএসসি পরীক্ষার মূল গ্রেডশিট, ইন্টারনেটের মাধ্যমে ডাউনলোডকৃত ভর্তির প্রাথমিক আবেদনের বিস্তারিত ফরম (শিক্ষার্থীর স্বাক্ষরসহ) মোবাইল এবং বিষয় পছন্দক্রম ফরমের (শিক্ষার্থীর স্বাক্ষরসহ) কপি।
প্রসঙ্গত, সাক্ষাৎকারের সময় প্রার্থীদের মূল গ্রেডশিট জমা রাখা হবে। মূল গ্রেডশিটসমূহ জমা দেয়ার পূর্বে প্রার্থীদের পরবর্তীতে ভর্তির জন্য প্রত্যেকটি গ্রেডশিটের অন্তত ১০টি করে ফটোকপি নিজের কাছে রাখতে হবে। চলতি শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটে মোট আসন সংখ্যা ১ হাজার ৮৫১টির মধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ১ হাজার ৭৭৫টি, মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য ৫১টি এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য ২৫টি আসন বরাদ্দ রয়েছে।
জানা গেছে, শিক্ষার্থী ভর্তি হবার পর চলতি শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটে বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের ১২৫ টি আসন ফাঁকা রয়েছে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (https://admission.eis.du.ac.bd) এ পাওয়া যাবে।