ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের একটি কক্ষের ছাদের পলেস্তারা খসে পড়ার ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শনিবার (২ সেপ্টেম্বর) ভোরে বিশ্ববিদ্যালয়ের ওই হলের মূল ভবনের ২৭০ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।
শিক্ষার্থী সূত্রে জানা গেছে, ওই কক্ষে চার শিক্ষার্থীর ঘুমিয়ে ছিলেন, এর মধ্য একজন ফ্লোরে ও বাকিরা বিছানায়। ভোরে হঠাৎ বিকট শব্দে ঘুম ভাঙে তাদের। প্রথমের দিকে ঘটনা অবলোকন করতে না পারলেও লাইট অন করে বিষয়টি নজরে আসে সবার। একটু এদিক-সেদিক হলেই পলেস্তারা মাথায় বড় বড় ধরনের দুর্ঘটনার ঘটার আশঙ্কা ছিলো।
এ বিষয়ে জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো আব্দুর রহিম বলেন, অনেক বছর হয়ে গেছে হলটি প্রতিষ্ঠা করা, যার ফলে স্বাভাবিকভাবেই ভবনের কার্যক্ষমতা অনেক কমে গেছে। এখানে আমি বা বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলেও তেমন কিছু করতে পারব না। সাময়িক প্লাস্টার করে দিলে সেটাও দীর্ঘস্থায়ী হয় না। তবে মেগা প্রজেক্টের আওতায় নতুন ভবন নির্মানের বিল পাস হয়েছে। সেটি বাস্তবায়ন হলে শিক্ষার্থীদের দুর্ভোগ কিছুটা কমে আসবে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।