দৈনিক শিক্ষাডটকম, ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন শিক্ষাবর্ষে অধ্যয়নরত ছয় বিভাগের ছয় জন মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীকে ‘আমিনুর রহমান খান স্মারক ট্রাস্ট ফান্ড’ বৃত্তি দেওয়া হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান ও অর্থনীতি বিভাগের দুইজন অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদানের লক্ষ্যে ‘অধ্যাপক শাহীন আহমেদ ও কাজী আনোয়ার আহমেদ ট্রাস্ট ফান্ড’ নামে ঢাবিতে আরেকটি নতুন ফান্ড গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মে) উপাচার্য কার্যালয় সংলগ্ন লাউঞ্জে আয়োজিত পৃথক দুই অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের মাঝে বৃত্তির চেক ও সনদ বিতরণ করা হয়। পরবর্তী সেশনে নতুন ট্রাস্ট ফান্ড গঠনে ২০ লাখ টাকার একটি চেক হস্তান্তর করেন নৃ-বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক শাহীন আহমেদ ও তার স্বামী কাজী আনোয়ার আহমেদ।
এতে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বৃত্তিপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘এই বৃত্তি শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী, উৎসাহ ও উদ্দীপনা যোগাবে। কর্মজীবনে মানুষ, সমাজ ও দেশের কল্যাণে কাজ করার প্রেরণা যোগাবে। লেখাপড়ায় উৎসাহ প্রদানের ক্ষেত্রে ট্রাস্ট ফান্ড বিশ্ববিদ্যালয়ের একটি বড় শক্তি। দায়িত্ববোধের অংশ হিসেবে সমাজের বিত্তশালী ও অ্যালামনাইরা এই জাতীয় অনুদান দিয়ে শিক্ষার্থীদের সহযোগিতায় এগিয়ে আসবেন।’
বৃত্তিপ্রাপ্তরা হলেন- হুসাইন আহমেদ (ইতিহাস বিভাগ), নুরেজান্নাত আফরিস (সংগীত বিভাগ), মো. আব্দুল আলিম (রাষ্ট্রবিজ্ঞান বিভাগ), ছাব্বির হোসেন (মৎস্যবিজ্ঞান বিভাগ), মো. শাহ্ জামাল হোসেন (জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগ) এবং শেখ নাফিস হায়দার (নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগ)।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির, রেজিস্ট্রার প্রবীর কুমার সরকারসহ বিভিন্ন বিভাগের চেয়ারপারসনরা উপস্থিত ছিলেন।