ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) অধীনে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) কোর্সের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ শুরু হয়েছে। আগামী বৃহস্পতিবার (৪ মে) বিকেল ৩ টা পর্যন্ত সংগ্রহ করা যাবে প্রবেশপত্র। আগামী শুক্রবার ৫ মে অনুষ্ঠিত হবে আইবিএর ভর্তি পরীক্ষা।
বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, ১২০ আসনের বিপরীতে চলতি শিক্ষাবর্ষে আবেদন পড়েছে ৪ হাজার ৮৪৩টি। ৫ মে বেলা সাড়ে ৩টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত আইবিএর বিবিএ কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে, গত ৩১ মার্চ বেলা ৪টা থেকে অনলাইনের মাধ্যমে ভর্তি আবেদন শুরু হয়ে চলে ১৮ এপ্রিল বেলা ৩টা পর্যন্ত। আইবিএর ভর্তি পরীক্ষা সম্পর্কে বিস্তারিত নোটিশ দেখা যাবে নিধারিত লিংকে (https://iba-du.edu/upload_images/BBA_Ad-31032023.pdf)।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষা লিখিত ও মৌখিক দুটো অংশে হতে থাকে। এছাড়া লিখিত পরীক্ষাও দু’ ধাপে হয়ে থাকে। এমসিকিউ ও রচনামূলক মোট নম্বর ১০০ এর মধ্যে এমসিকিউ ৭৫ এবং রচনামূলক ২৫ নম্বর। এমসিকিউ এর জন্য ৯০ মিনিট এবং রচনামূলক এর জন্য ৩০ মিনিট। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের মৌখিক পরীক্ষায় ডাকা হয়। পরে মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের মাঝ থেকে থেকে একটি মেধা তালিকা প্রকাশ করা হয়।