ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) পৃথক দুই স্থান থেকে দুই নবজাতক ও যাত্রী ছাউনি থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল সংলগ্ন আনোয়ার পাশা ভবনের পাশে ময়লার স্তুপ থেকে দুই ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান বলেন, পুলিশ ঘটনাটি জানিয়েছে। দেখে যমজ বাচ্চা মনে হচ্ছে। বাইরে থেকে কেউ তাদের ফেলে রেখে যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। পুলিশ অপমৃত্যুর মামলা করেছে এবং তারা সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
এদিকে, শনিবার (১২ আগস্ট) কার্জন হল সংলগ্ন যাত্রীছাউনি থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির; অসুস্থতাজনিত কোনো কারণে মৃত্যু হয়ে থাকতে পারে।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শামীম জানান, খবর পেয়ে কার্জন হল সংলগ্ন যাত্রীছাউনি থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়।