ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের কিছু নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ পেয়ে তদন্ত কমিটি গঠন করেছে কেন্দ্রীয় ছাত্রদল।
শুক্রবার (১৫ নভেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের দফতর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়। কিন্তু কমিটি ঘোষণার পর কিছু নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। ওই অভিযোগের যথাযথ তদন্তের জন্য কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি জহির রায়হান আহমেদ ও এ বি এম ইজাজুল কবির রুয়েলের নেতৃত্বে ২ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হলো।
সেইসঙ্গে ওই তদন্ত কমিটিকে আগামী দুই দিনের মধ্যে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে কেন্দ্রীয় সংসদ বরাবর লিখিত আকারে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়।
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই নির্দেশনা দিয়েছেন বলে জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।