কোটা আন্দোলন নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের বাসভবনে বৈঠক করেছেন।
বুধবার (১৭ জুলাই) রাতে ঢাবি ভিসির বাসভবনে প্রবেশ করেন তিনি। রাত ৯টার দিকে সেখান থেকে বের হন মন্ত্রী।
বৈঠক শেষে শিক্ষামন্ত্রী বের হওয়ার সময় তার কাছে বৈঠকের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান, আগামীকাল (বৃহস্পতিবার) এ বিষয়ে কথা বলবেন তিনি।
এর আগে দুপুরে সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়া হয়।
এর মধ্যেই শিক্ষার্থীরা তাদের পূর্বঘোষিত গায়েবানা জানাজা ও বিক্ষোভ মিছিল কর্মসূচি করতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। পুলিশ টিয়ারশেল ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
পরে শিক্ষার্থীরা হল ছেড়ে নিরাপদ আবাসস্থলে গেছেন। দিনভর উত্তেজনার পর সন্ধ্যা থেকেই ঢাবি ক্যাম্পাসের পরিবেশ থমথমে দেখা যায়।
সন্ধ্যার পর আন্দোলনকারীরা নতুন কর্মসূচি ঘোষণা করেন। ঘোষিত কর্মসূচির নাম দিয়েছেন ‘কমপ্লিট শাটডাউন’। বৃহস্পতিবার তারা সারা দেশে এ কর্মসূচি পালন করবেন তারা।