ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক শেখ হাফিজুর রহমান (কার্জন)। অধ্যাপক কার্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান তাঁকে এ পদে নিয়োগ দেন। বিষয়টি জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়।
এর আগে বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের পরিচালক হিসেবে দায়িত্বে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ।
প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে ২০১০ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয় সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ। প্রতিষ্ঠার কয়েক বছর পেরিয়েছে এ প্রতিষ্ঠানটির, সাউথ এশিয়ার একমাত্র প্রতিষ্ঠান হিসেবে ইতোমধ্যে বিশ্বে সুনাম অর্জন করেছে। বিশ্বের বিভিন্ন দেশে ঘটে যাওয়া জেনোসাইড নিয়ে এখানে গবেষণা করা হয়। এছাড়াও বিশেষ করে ১৯৭১ খ্রিষ্টাব্দে বাংলাদেশে পাকিস্তান সেনাবাহিনীর নির্মম গণহত্যা বিষয়ে গবেষণার জন্য গবেষক তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ।