আজ বৃহস্পতিবার রাজধানীর আব্দুল গণি রোডে অবস্থিত শিক্ষা ভবনে ঢিলেঢালা অফিস করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা। অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ সরকারি সফরে যশোরে আছেন। তিনি ৫১তম শীতকালীন জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার দুপুরের পর থেকেই অনেক কর্মকর্তাকে নিজ নিজ দপ্তরে পাওয়া যায়নি। বেশ কয়েকটি রুমে তালা দেখা গেছে। যারা আছেন তারাও ঢিলেঢালাভাবে অফিস করছেন।
বর্তমানে সরকারি দপ্তরগুলোর দাপ্তরিক সময় সকাল নয়টা থেকে বিকেল চারটা। এরমাঝে বেলা ১টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত বিরতি। কিন্তু বৃহস্পতিবার দুপুরের বিরতির পর গিয়ে অনেক কর্মকর্তাকেই নিজ দপ্তরে পাওয়া যায়নি।
বৃহস্পতিবার দুপুর দুইটায় পর নিজ দপ্তরে ছিলেন না কলেজ ও প্রশাসন শাখার পরিচালক অধ্যাপক শাহেদুল খবির চৌধুরী। তার দপ্তর থেকে জানানো হয়, তিনি ঢাকা বোর্ডে গিয়েছেন।
মাধ্যমিক শাখার দুই সহকারী পরিচালকও বৃহস্পতিবার দুপুরের পর নিজ দপ্তরে ছিলেন না। কলেজ শাখার এক উপপরিচালককেও পাওয়া যায়নি নিজ দপ্তরে। তবে, মাধ্যমিক শাখার পরিচালক ও প্রশাসন শাখার উপপরিচালককে নিজ দপ্তরে ছিলেন। চর্তুথ তলায় কলেজ শাখার বেশ কয়েকজন কর্মকর্তার কক্ষ বন্ধ দেখা গেছে দুপুর থেকে।
এ বিষয়ে একজন কর্মচারীর সঙ্গে কথা হলে তিনি দৈনিক শিক্ষাডটকমকে বলেন, ঢিলেঢালাভাবে অফিস চলছে। লাঞ্চের সময় নিয়ে জানতে চাইলে তিনি বলেন, সরকারি নিয়ম দুপুর ১টা থেকে ১টা ৩০ মিনিটে লাঞ্চ সারতে হবে। তবে স্যারের যা যার মতো লাঞ্চ করেন।
কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ আগামীকাল শুক্রবার যশোর থেকে ফিরবেন। তবে, দুপুরের পর থেকে কর্মকর্তাদের না থাকা ও রুমে তালা থাকার বিষয় কোনো কর্মকর্তা মন্তব্য করতে চাননি। তারা বলেন, মহাপরিচালক না থাকলে প্রশাসন শাখার পরিচালক এ বিষয়ে মন্তব্য করতে পারবেন। তবে, দুপুরে প্রশাসন শাখার পরিচালককেও নিজ কার্যালয়ে পাওয়া যায়নি। তাই তার মন্তব্য জানা যায়নি।