শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, তত্ত্বগত জ্ঞানের পাশাপাশি প্রায়োগিক শিক্ষায় গুরুত্বারোপ করতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষায় বৈপ্লবিক পরিবর্তনে যে বিনিয়োগ হয়েছে তার প্রতিফলন আজকের শিক্ষার্থীদের অর্জন।
বৃহস্পতিবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, জীবনের নানা ক্ষেত্রে যখন তত্ত্বীয় জ্ঞানের প্রতিফলন শিক্ষার্থীরা দেখবেন তখন সে আনন্দ পাবেন।
একজন ইলেকট্রিশিয়ান প্রতিনিয়ত বিজ্ঞানের কঠিন থিওরি প্রয়োগ করছে। তাই কারিকুলাম তত্ত্বীয় জ্ঞানের পাশাপাশি প্রায়োগিক শিক্ষায় গুরুত্ব দেয়া হয়েছে। আইনস্টাইন কিন্তু এমআইটি বা হার্ভাডের শিক্ষার্থী ছিলেন না। তিনি পলিটেকনিকের একজন শিক্ষার্থী ছিলেন।
মন্ত্রী আরো বলেন, গাড়ি ঘোড়ায় চড়া যদি শিক্ষার উদ্দেশ হয়, তাহলে গাড়িতে চলা হবে, কিন্ত গাড়ি বানানো হবে না। আমাদের উচ্চ শিক্ষায় বিশেষায়িত জ্ঞান দেয়া হবে, বর্তমান নিন্ম মাধ্যমিক পর্যায়ে বিশেষায়িত জ্ঞান দেয়ার চেষ্টা করছি আমরা।
কিন্তু উচ্চ শিক্ষায় আমরা গতানুগতিক শিক্ষা দিচ্ছি। জাতির পিতা বঙ্গবন্ধু চেয়েছিলেন বিজ্ঞানভিত্তিক, প্রায়োগিক ও দক্ষতাভিত্তিক কিন্ত তা বাস্তবায়িত হয়নি।
দেশের প্রতিটি শিক্ষার্থী যাতে সুশিক্ষিত হয়ে স্মার্ট নাগরিক হয়ে গড়ে উঠতে পারে সেজন্য সবাইকে কাজ করার আহ্বান জানান মন্ত্রী।
অনুষ্ঠানে কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব ড. ফরিদ উদ্দিন আহমদ ৪১ খিষ্টাব্দের মধ্যে উন্নত ও সমৃদ্ধ জাতি গঠনে সবাইকে নৈতিক মূল্যবোধের বলিয়ান হওয়ার প্রতি গুরুত্বারোপ করেন। মেধার সঙ্গে দক্ষাতার সমন্বয় ঘটিয়ে আমাদের কারিকুলাম প্রনয়ণ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।