সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টির কথাও উল্লেখ করেছে সংস্থাটি।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকালে দেয়া পূর্বাভাসে বিষয়টি জানানো হয়েছে। এতে বলা হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশির ভাগ এলাকায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
ঢাকায় উত্তর-উত্তরপূর্ব দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার গতিতে বাতাস বয়ে যাচ্ছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময় দেশের সর্বোচ্চ ২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যশোরে।
এদিকে ঢাকাসহ সারাদেশেই বৃষ্টিপাত হচ্ছে। এই ধারা আজ সারাদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে আশা করা যাচ্ছে যে শুক্রবার কমে যাবে।