দৈনিকশিক্ষাডটকম ডেস্ক : ভারতের রাজধানী নয়াদিল্লি এবং আশপাশের এলাকায় তাপমাত্রা ৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে নেমে দাঁড়িয়েছে। পরপর দ্বিতীয় দিনের মত সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হল শহরটিতে।
স্থানীয় সময় শনিবার রাতে সর্বনিম্ন এই তাপমাত্রা রেকর্ড হওয়ার পর ঠান্ডা এবং ঘন কুয়াশার কারণে রাজধানীসহ পুরো দিল্লিতে রেড অ্যালার্ট জারি করে ভারতের আবহাওয়া বিভাগ ও দিল্লির রাজ্য সরকার।
শনিবার এক প্রতিবেদনে এ খবর জানায় ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, শৈত্যপ্রবাহ অব্যাহত থাকায় শনিবার রাতে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। ভারতের আবহাওয়া সংস্থা জানায়, দিল্লির কিছু কিছু এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
ঘন কুয়াশার কারণে কম দৃশ্যমানতার কারণে দিল্লি এবং দেশের অন্যান্য অঞ্চলে আঠারোটি দিল্লিগামী ট্রেন দেরিতে ছাড়া হয়। এ ছাড়া কম দৃশ্যমানতার কারণে দিল্লি বিমানবন্দরে বেশ কয়েকটি ফ্লাইট ও দেরিতে ছাড়া হয়।
ভারতের আবহাওয়া সংস্থা (আইএমডি) জানিয়েছে, তাপমাত্রা নেমে যাওয়ায় পাঞ্জাব, হরিয়ানা এবং চণ্ডীগড়ে রেড অ্যালার্ট জারি করা হয়েছে এবং ঠান্ডা ও কুয়াশাচ্ছন্ন অবস্থার কারণে রাজস্থানেও ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে।
এ ছাড়া শৈত্যপ্রবাহের কমার সম্ভাবনা না থাকায় নয়াদিল্লিতে আগামী তিনদিন ইয়েলো অ্যালার্ট জারি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।