পটুয়াখালীর মির্জাগঞ্জে কাঠালতলী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির তিন ছাত্রীকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। সোমবার দুপুরে ক্লাসের সময় ভৌত বিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক মো. শফিকুল ইসলাম তাদের পিটিয়ে আহত করেছেন বলে অভিযোগ শিক্ষার্থী ও অভিভাবকদের।
এ ঘটনার পর ওই ছাত্রীদের অভিভাবকরা স্কুল পরিচালনা কমিটি সভাপতির কাছে বিচার চেয়েছেন। এ নিয়ে এলাকায় চঞ্চলের সৃষ্টি হয়েছে।
আগামীকাল মঙ্গলবার এ নিয়ে বিদ্যালয়ে সালিশ-বিচারের ব্যবস্থা করা হয়েছে বলেও জানা গেছে।
নাম প্রকাশ না করার শর্তে এক ছাত্রীর অভিভাবক দৈনিক শিক্ষাডটকমকে বলেন, বিদ্যালয়ে ছাত্রীদের গায়ে হাত দেয়া হয়েছে, এটা কোনোভাবে কাম্য নয়। বিদ্যালয় পরিচালনা কমিটি আগামীকাল এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে।
মন্তব্য জানতে সহকারী শিক্ষক মো. শফিকুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হয়। তবে, অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি পরে কথা হবে বলে লাইন কেটে দেন।
জানতে চাইলে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হারুন-অর-রশিদ দৈনিক শিক্ষাডটকমকে বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীদের পিটিয়ে আহত করার কথা শুনেছি, আগামীকাল মঙ্গলবার এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। এ ঘটনা কেনো ঘটিয়েছেন সে বিষয়ে জানতে চেয়ে ওই শিক্ষককে শোকজ করা হবে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও আওয়ামী লীগ নেতা মো. আব্দুল মালেক হাওলাদার দৈনিক শিক্ষাডটকমকে বলেন, বিদ্যালয়ের নবম শ্রেণির তিন ছাত্রীকে পিটিয়ে আহত করার বিষয়ে অভিযোগ নিয়ে শিক্ষার্থীসহ অভিভাবকরা আমার কাছে এসেছিলেন। এ বিষয়ে আগামীকাল মঙ্গলবার বিদ্যালয়ের সবার সঙ্গে বসে সবার মতামতের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার মোসা. সায়েমা হাসান দৈনিক শিক্ষাডটকমকে বলেন, ছাত্রীদের পিটিয়ে আহত করার ঘটনা শুনেছি, অভিযুক্ত শিক্ষককে শোকজ করা হবে।