দৈনিক শিক্ষাডটকম ডেস্ক : ফ্রুটিকা দ্বিতীয় ও ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে (ডিআরএমসি) জাতীয় মেগা রমাদান ফেস্টিভাল’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার কলেজে এ অনুষ্ঠান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রী মো. ফরিদুল হক খান। সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ।
বিশেষ অতিথি ছিলেন আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লি. অ্যান্ড আকিজ ডেইরি লি.- এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ জহুরুল আলম।
গত ২৭ মার্চ থেকে শুরু হওয়া তিনদিনব্যাপী এ মেগা ইভেন্টে কুরআন তেলাওয়াত, আযান, হামদ-নাত, ক্যালিওগ্রাফি ও টাইপোগ্রাফি, কুইজ ইত্যাদি প্রতিযোগিতায় ১০০টি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের দুই সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
সমাপনী এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ, ক্লাবগুলোর প্রধান সমন্বয়ক সহযোগী অধ্যাপক মোহাম্মদ নূরুন্নবী, ডিআরএমসি ইসলামিক কালচারাল ক্লাবের মডারেটর সহকারী অধ্যাপক মুহাম্মদ আব্দুল্লাহ আল-মামুন, সরকারি-বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা, আমন্ত্রিত অতিথি, অভিভাবক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র ও শিক্ষক।
নতুন প্রজন্মের কাছে শান্তির ধর্ম ইসলামের মূল্যবোধ ও ঐতিহ্য তুলে ধরে জঙ্গিমুক্ত স্মার্ট বাংলাদেশ গড়তে এ আয়োজন করা হয়।