দৈনিক শিক্ষাডটকম, সাতক্ষীরা : মনিরা জাহান সাতক্ষীরার কালীগঞ্জের শুইলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তবে তিনি স্বামীর সঙ্গে বসবাস করেন ঢাকায়। দিনের পর দিন স্কুলে অনুপস্থিত থাকলেও নিয়মিত বেতন-ভাতা তুলতে কোনো সমস্যা হয়নি তার। জানা গেছে, গত তিন বছরে ৫৩২ দিন স্কুলে অনুপস্থিত এই শিক্ষক। সম্প্রতি বিষয়টি নিয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে অভিযোগের পর তোলপাড় শুরু হয়েছে।
উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানানোর পর সহকারী শিক্ষক মনিরা জাহানের বেতন-ভাতা স্থগিত করা হয়েছে। সেই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান শিক্ষক সাকির হোসেন।
তিনি এবং ম্যানেজিং কমিটির সভাপতি রফিকুল ইসলাম জানান, উপজেলার মাঘুরালী গ্রামের প্রয়াত ওয়াজেদ আলী বিশ্বাসের মেয়ে মনিরা জাহান ২০১৭ খ্রিষ্টাব্দের ১৮ অক্টোবর সহকারী শিক্ষক হিসেবে বিদ্যালয়ে যোগদান করেন। কিন্তু কলেজ শিক্ষক স্বামীর সঙ্গে ঢাকায় বসবাস করেন তিনি। ২০২০ খ্রিষ্টাব্দের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই ৫৩২ দিন বিদ্যালয়ে অনুপস্থিত; অথচ নিয়মিত বেতন-ভাতা তুলেছেন।
প্রধান শিক্ষক সাকির হোসেন বলেন, উপজেলা শিক্ষা অফিসে এ ব্যাপারে লিখিতভাবে জানিয়েছি, কিন্তু সুরাহা হয়নি। যোগোযাগ করলে মনিরা জাহান বলেন, ‘আমি যা করেছি বিধি মোতাবেকই করেছি।’ দিনের পর দিন অনুপস্থিত থাকার বিষয়ে জানতে চাইলে তিনি ফোন কেটে দেন। উপজেলা শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার নন্দী বলেন, শিক্ষা মন্ত্রণালয়সহ ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি। ওই সহকারী শিক্ষিকার বিরুদ্ধে জেলা শিক্ষা কর্মকর্তার দায়ের করা মামলার শুনানি চলছে।