আগামী তিন মাসের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অস্থায়ী আবসনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে জবির পাঁচ দফা নিয়ে আলোচনা শেষে শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক আলোচনায় তিনি এ কথা বলেন।
প্রক্টর বলেন, শিক্ষার্থীদের দাবি পূরণের প্রতিশ্রুতি লিখিত দেয়া হবে। এছাড়া তিন মাসের মধ্যে অস্থায়ী আবাসনের ব্যবস্থা গ্রহণ করা হবে।
আলোচনা সভায় শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলেই বিদ্যালয় দ্বিতীয় ক্যাম্পাস সেনাবাহিনীর নিকট স্থানান্তর করা সম্ভব। আমরা আমাদের আবাসন চাই। প্রয়োজনে অস্থায়ী ভিত্তিতে ব্যবস্থা করা হোক। যে দুটি হলে নির্মাণের অনুমতি পাওয়া গেছে আমরা কার্যকরী পদক্ষেপ দেখতে চাই।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. রেজাউল করিম বলেন, আমরা শিক্ষার্থীদের দাবি পূরণে কাজ করছি। দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর নিকট হস্তান্তরের জন্য অবসরপ্রাপ্ত একজন সেনা কর্মকর্তাকে প্রকল্প পরিচালক নিয়োগ দেয়া হবে। পরবর্তীতে দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্প সেনাবাহিনী নিকট হস্তান্তরের বিষয়ে তিনি কাজ করবেন।
উপাচার্য আরো বলেন, সভায় ইউজিসির হিট প্রকল্পে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার বিষয়টিও বলা হয়েছে। তারা আমাদেরকে একরকম নিশ্চয়তা দিয়েছেন সেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের করে কাজ শুরু করা হবে। এছাড়াও আমরা সবাই অনুপাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাজেট বরাদ্দের কথাও বলেছি।