একটি প্রতারণার মামলায় তিন মাসের সাজা হওয়ার পর ৪০ ফেরারি ছিলেন তিনি। তবে শেষ রক্ষা হয়নি। অবশেষে গ্রেফতার হয়েছেন মো. আনোয়ার হোসেন।
ঝালকাঠির নলছিটি উপজেলার বাসিন্দা দণ্ডপ্রাপ্ত আনোয়ারকে গতকাল সোমবার রাতে রাজধানী ঢাকার দয়াগঞ্জ মোড় এলাকা থেকে তথ্য প্রযুক্তির সহায়তায় গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে নলছিটি থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) মু.আতাউর জানান, ১৯৮৩ খ্রিষ্টাব্দে ঢাকার সূত্রাপুর থানায় প্রতারণার অভিযোগে একটি মামলা হয়েছিলো আনোয়ারের বিরুদ্ধে। তৎকালীন সামরিক আদালতে (মার্শাল কোর্ট) তাকে তিন মাসের কারাদণ্ড দেয়া হয়। তখন ২৭ বছর বয়সী যুবক ছিলেন তিনি। এরপর গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে দীর্ঘ ৪০ বছর পলাতক ছিলেন আনোয়ার। নলছিটি পৌরসভার নাংঙ্গুলী এলাকার প্রয়াত মোহম্মদ মমিন উদ্দিন ওরফে মন্তাজ মিয়ার ছেলে আনোয়ার এখন ৬৭ বছরের বৃদ্ধ।
তিনি আরো বলেন, মঙ্গলবার দুপুরে ঝালকাঠি আদালতের মাধ্যমে আনোয়ার হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে।