দৈনিক শিক্ষাডটকম, বরগুনা : বরগুনার আমতলী উপজেলার এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিন মাস ধরে আত্মগোপনে রয়েছেন। ঋণগ্রস্ত হয়ে পড়ায় পরিবার, পরিচিতজন ও কর্মস্থল থেকে নিজেকে আড়াল করে আত্মগোপনে রয়েছেন বলে জানান তার স্ত্রী শাহনাজ পারভীন।
আত্মগোপনে থাকা ওই প্রধান শিক্ষক হলেন মো. আবুল কালাম আজাদ। তিনি আমতলি উপজেলার গুলিশাখালী ইউনিয়নের দক্ষিণ পূর্ব গুলিশাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। দীর্ঘদিন ধরে অনুমতি ছাড়া স্কুলে অনুপস্থিত থাকায় তার বেতন-ভাতা বন্ধ করে দিয়েছে প্রাথমিক শিক্ষা অফিস।
জানা যায়, গত ৩০ আগস্ট সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আনিসুর রহমান বিদ্যালয় পরিদর্শন করতে গেলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদকে অনুপস্থিত দেখতে পান। পরে খোঁজ নিয়ে দেখেন ১০ আগস্ট থেকে তিনি বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন। বিষয়টি জানতে উপজেলা শিক্ষা অফিস থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। পরে জানতে পারেন কাউকে কিছু না জানিয়ে তিনি আত্মগোপনে রয়েছেন। এ ছাড়া অফিসে দেওয়া তার মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া গেছে।
প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের স্ত্রী শাহনাজ পারভীন বলেন, হঠাৎ করেই আমাদেরকে কিছু না জানিয়ে তিনি বাড়ি থেকে চলে গেছেন। কারো সঙ্গে যোগাযোগ না করায় আমরা কেউ বলতে পারছি না তিনি এখন কোথায় কীভাবে আছেন। তবে তিনি ঋণগ্রস্ত হয়ে মানসিকভাবে কিছুটা অসুস্থ বলে জানান তিনি।
এ বিষয়ে আমতলী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিউল আলম বলেন, আবুল কালাম আজাদ দীর্ঘদিন বিদ্যালয়ে অনুপস্থিত থাকায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া তার বেতন ভাতাও বন্ধ রাখা হয়েছে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে সরকারি চাকরি বিধি অনযায়ী ব্যবস্থা নেওয়া হবে।