নওগাঁর মান্দায় গোয়ালমান্দা উচ্চ বিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রকাশ্যে লাঠি দিয়ে বেদম মারধর করার অভিযোগ উঠেছে ওই প্রতিষ্ঠানের শিক্ষক, ম্যানেজিং কমিটিরসহ চার জনের বিরুদ্ধে। মারধর করার এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
এই ঘটনায় ভুক্তভোগীরা থানায় অভিযোগ দায়ের করেছেন। তবে, এখন পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগ তাদের।
অভিযোগ সূত্রে জানা যায়, ওই বিদ্যালয়ের নবম শ্রেণির দুই শিক্ষার্থী রাব্বি ও তুহিনের মাঝে অন্তঃদ্বন্দ্বের সৃষ্টি হলে সেটি মিটমাট করে দেয় ওই বিদ্যালয়ের আরেক প্রাক্তন শিক্ষার্থী ও দাশপাড়া ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র তারেক। এই ঘটনাটি জানতে পেরে গত ৬ এপ্রিল ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক বকুল হোসেন আকন্দ (৪২), ব্যবস্থাপনা কমিটির সদস্য সামছুল মৃধা (৪০), আবু বাক্কার (৫০) ও ছানোয়ার হোসেন (২৫) গোয়ালমান্দা সুইচগেইট সংলগ্ন একটি দোকানের বারান্দায় প্রকাশ্যে লাঠি দিয়ে বেদম মারধর করে ওই তিন শিক্ষার্থীকে। মারপিট করার এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। সুষ্ঠ বিচারের দাবিতে তারেক বাদি হয়ে মান্দা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এখন পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ না করায় হতাশা প্রকাশ করেছেন ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্যরা।
জানতে চাইলে মান্দা থানার অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিকী দৈনিক শিক্ষাডটকমকে বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। এখন তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।