টানা সাড়ে ১০ ঘন্টা পর ঝালকাঠিতে জ্বালানি তেলবাহী জাহাজের আগুন নিভেছে। এখন জাহাজটি নিরাপদ রয়েছে জানিয়েছে উদ্ধারকারীরা। অসচেতনাতার কারণেই বারবার এমন দুর্ঘটনা ঘটছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের পরিচালক। অপরদিকে বাবরবার একই কোম্পানির ট্যাঙ্কারের দুর্ঘটনার ব্যাপারে ফিটনেসের কাগজপত্র চাওয়া হলেও দুর্ঘটনা কবলিত সাগর নন্দিনী কর্তৃপক্ষের কোনো সারা মিলছেনা বলে অভিযোগ কোস্ট গার্ডের।
মঙ্গলবার সকালে ঝালকাঠি পৌর মিনি পার্কে এ নিয়ে সংবাদ সম্মেলন করেন ফায়ার সার্ভিসের অপারেশন বিভাগের পরিচালক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।
অসচেতনতা থেকে বারবার এমন ঘটনা ঘটছে বলে জানিয়ে সাংবাদিকদের তিনি বলেন, এ ধরণের জাহাজগুলোতে অগ্নিনির্বাপক ব্যবস্থা যথাযথ থাকছে না। তবে, বিস্ফোরিত জাহাজের তেল থেকে এখন আর দুর্ঘটনার সম্ভাবনা নেই বলেও জানান তিনি।
এদিকে একইস্থানে পৃথক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, জাহাজে থাকা তেল ছড়িয়ে পরেছে নদীতে। তেল ছড়িয়ে পড়া রোধে অত্যাধুনিক তেল অপসরণকারী ল্যামোর সংযুক্ত বোট নিয়ে কাজ শুরু করছে কোস্ট গার্ড। অপরদিকে একই কোম্পানির জাহাজগুলোতে বাবরবার দুর্ঘটনার ব্যাপারে ফিটনেসের কাগজপত্র চাওয়া হলে জাহাজ কর্তৃপক্ষ সে বিষয়ে কোনো সহযোগিতা করছেনা বলে অভিযোগ করছে কোস্ট গার্ড।
একই টাঙ্কারে সোমবার সন্ধ্যায় দ্বিতীয় বিস্ফোরণে ১৫ জন আহতের মধ্যে ২ জনকে মঙ্গলবার ঢাকায় আনা হয়েছে। ঝালকাঠির সুগন্ধা নদীতে জ্বালানি তেলবাহী জাহাজ সাগর নন্দিনী ২ এর আগুন নিয়ন্ত্রণে আসে মঙ্গলবার ভোর সাড়ে ৪ টায় । জাহাজটিতে ১১ লাখ লিটার পেট্রোল ও ডিজেল তেল ছিলো। প্রথম দফায় শনিবার দুপুরে এখানে বিস্ফোরণে ৪ জন মারা যান। আহত হন আরো ৫ জন।